বরগুনার বেতাগী সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কর্ণেল হারুনুর রশিদ খান (অবঃ)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেতাগী উপজেলা সদরে ধানের শীষের পক্ষে প্রচারণা করেন তিনি। এ সময় তার সাথে বিএনপির স্থানীয় অনেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন কর্ণেল হারুন। সাধারণ মানুষের অসুবিধার কথা শুনেন।
বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী চাই। আমরা বেতাগীবাসী তাকেই এমপি হিসেবে দেখতে চাই। তার বাবা ব্যারিস্টার আব্দুর রশিদ খানও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা বেতাগীর মানুষ আর বেতাগী ছেড়ে দূরে যেতে চাই না, তাই আমরা এবার কর্ণেল হারুনুর রশিদ খানকে সমর্থন করি। আমরা তার সাথে আছি এবং ভবিষ্যতেও তার সাথে থাকবো।
ধানের শীষের পক্ষে প্রচারণার সময় কর্ণেল হারুনুর রশিদ খান সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :