দীর্ঘ ১ বছরেও বেতন না পাওয়ায় ১৫ দিনে ধরে লালমনিরহাটের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেতন না পাওয়ায় কর্মবিরতিতে অংশগ্রহণকারী সকল কর্মচারী ও তাদের পরিবার অসহায় জীবনযাপন করছে বলে জানান তারা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি কালীগঞ্জে এই কর্মবিরতি পালিত হয়।
এসময় তারা জানান, বেতন না পাওয়ায় ১৫ দিন ধরে এই কর্মবিরতী পালন করে আসছেন কর্মচারীরা।
আন্দোলনকারী কর্মচারীরা বলেন, দ্রুত সকল জটিলতা দুর করে বেতন দেওয়ার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ নয়তো এই কর্মবিরতি চলমান থাকবে।
এবিষয়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির সিনিয়র ইনসট্রাক্টর ডা. মোজাম্মেল হক বলেন, টানা কর্মবিরতিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সকল শিক্ষার্থী হল ছেড়ে বাসায় চলে গেছেন। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়েছে তাই উর্ধ্বতন কর্মকতার নিকট বিষয়টি জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :