Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

পাথরঘাটায় নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:২৪ পিএম পাথরঘাটায় নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

‘নদী আমাদের মা, প্লাস্টিক বর্জ্য ফেলে মাকে ধংস করবো না, প্লাস্টিক বর্জ্য নদীতে বিসর্জন নয়,  মৎস্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, প্লাস্টিক বর্জ্য বর্জন করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, নদী বাঁচলে বাঁচবে দেশ’ নানা স্লোগান দিয়ে নদী দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়েছে। 
পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবসে সকাল ১০ টায় বিষখালী নদী সংলগ্ন কাকচিড়া লঞ্চ ঘাট এলাকায় এ প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করেন স্থানীয় জনতা। মানববন্ধন শেষে নদীর পাশে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ সযয় বক্তব্য রাখেন, কাকচিড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটা সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কাকচিড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য আবু মিয়া, সহ সভাপতি আজগর আলী পহলান, সিএনআরএস’র নিজাম উদ্দিন, সমাজসেবক মাইনুল ইসলাম প্রমুখ।
কাকচিড়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, পরিবেশ আজ ধংসের দ্বারপ্রান্তে। নদী দখল হচ্ছে, প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে। নদী ভরাট করে মাছসহ সামুদ্রিক সম্পদ ধংস করা হচ্ছে। দ্রুত এই প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবি জানানো হয়। বিষখালী নদীর পাড় থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ না হলে কঠোর পদক্ষেপ সহ পৌরসভা ঘেরাও করা হবে। আজ থেকে নদী দখল, দুষন,ভরাটসহ ধংসকারীদের শাস্তির দাবির পাশাপাশি আমরাও নদী দূষণ, দখল করবো না এই  অঙ্গীকার করলাম।
শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনে আজ বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়েছে, মানুষের জীবিকার উপর প্রভাব পড়েছে। মানুষের অবাধ প্লাস্টিক ব্যবহারে নদী দুষন-দখল তো হচ্ছেই পাশাপাশি পরিবেশ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। এ কারনে মানুষের দেহেরও ক্ষতি হচ্ছে। আমরা মাকে যেমন যত্ন করি, ভালোবাসি তেমনি নদীও আমাদের মা, মাকে ধংস নয় আমাদের জন্যই বাঁচিয়ে রাখতে হবে। নদীর সভ্যতা ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

Side banner