Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
ব্রাহ্মণবাড়িয়ার

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই ড্রেজার মেশিন জব্দ


দৈনিক পরিবার | মো. শওকত আলী নভেম্বর ১৭, ২০২৩, ০৪:৫০ পিএম নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই ড্রেজার মেশিন জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে এ ড্রেজার মেশিনগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়া যাওয়ায় মেশিন জব্দ করা হয় এবং ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Side banner