নওগাঁয় মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকিং ব্যবস্থা চালুর মধ্য দিয়ে দায়িত্ব পালন শুরু করে পুলিশ।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফৌজিয়া হাবীব খানসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মামনুর রহমান রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্যে তানজীম বিন বারী, আরমান হোসেন, সুরাইয়া জামান মুন, সাদমান সাকিব, হানিফ, রাফি এবং আবির উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকল পুলিশ সদস্য, ছাত্রছাত্রী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং দায়িত্বরত সাংবাদিকদের রজনীগন্ধার গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আপনার মতামত লিখুন :