'ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোব) দুপুর ১২ টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও নিসচা পৃষ্টপোষক তারেক আহমদ, ট্রাফিক পুলিশের সদস্য হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাব উদ্দিন, কার্যকরী সদস্য এহসান আহমদ, সাহেদ আহমদ পাবেল, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৩০ অক্টোবর পর্যন্ত ২১ দফা নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :