Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
ঝালকাঠিতে

কবি জীবনানন্দ দাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী পালিত


দৈনিক পরিবার | ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ২৩, ২০২২, ০৮:০৩ পিএম কবি জীবনানন্দ দাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী পালিত

ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মিলানায়তনে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, শিক্ষক ও গবেষক ডক্টর কামমরুন্নেছা আজাদ, জেলা চেম্বার অব কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও সত্যবান সেন গুপ্ত বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে ঝালকাটি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাংবাদিক পলাশ রায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নাচ, গান ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে।

 

Side banner