Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


দৈনিক পরিবার | ঝালকাঠি প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২২, ০৭:৪৯ পিএম ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক, জেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Side banner