Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
নীলফামারীর

ডিমলায় ভারতীয় গরুসহ গ্রেপ্তার দুই


দৈনিক পরিবার | মহিনুল ইসলাম সুজন অক্টোবর ১৬, ২০২৩, ০৭:২৬ পিএম ডিমলায় ভারতীয় গরুসহ গ্রেপ্তার দুই

নীলফামারীর ডিমলায় ভারতীয় গরুসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে শফিউল আলম (৩৮), শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের  দীন মামুদের ছেলে সাইদুল ইসলাম (৪২)। থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে গরু চোরাচালান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ অক্টোবর) রাতে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ছাতনাই গ্রামের আফসার হাজীর বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে দুটি গরু সহ ওই দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যার মামলা নম্বর- ০৮, তারিখ- ১৬ অক্টোবর ২০২৩।

Side banner