Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

বিজিবি‍‍`র অভিযানে বেনাপোলে ২.৩৫০ কেজি স্বর্ণসহ ১জন গ্রেফতার


দৈনিক পরিবার | সম্রাট হোসাইন সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:৫১ পিএম বিজিবি‍‍`র অভিযানে বেনাপোলে ২.৩৫০ কেজি স্বর্ণসহ ১জন গ্রেফতার

যশোর জেলার সীমান্তবর্তী বেনাপোল বাজার হতে ২.৩৫০ কেজি ওজনের ০৫ টি স্বর্ণের বার সহ মো. কদম আলী(৩৫) নামের এক স্বর্ণ পাচার কারীকে গ্রেফতার করেছে ৪৯ ব্যাটেলিয়ন,বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)'র সদস্যরা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক "প্রেস রিলিজ" এ জানিয়েছেন- "দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে, অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে একজন ব্যক্তি মোটর সাইকেলযোগে সীমান্ত এলাকায় গমনকালীন তার প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ০৫ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বার ০৫ টি’র সর্বমোট ওজন ২.৩৫০ কেজি এবং যার সিজার মূল্য ২,৩৮,০৫,৫০০/-(দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা"।
"আসামী কদম আলী'র বাড়ী যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামে। তার পিতার নাম-মো.আজিজুর রহমান"।
আসামী কদম আলী'র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় এবং স্বর্ণের চালানটি ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে "প্রেস রিলিজ" এ জানানো হয়েছে।

Side banner