Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
বিজিএপিএমইএ

সেরা রপ্তানি ট্রফি পেলেন ২৮ উদ্যোক্তা


দৈনিক পরিবার | পরিবার ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৩, ০৮:১৯ পিএম সেরা রপ্তানি ট্রফি পেলেন ২৮ উদ্যোক্তা

তৈরি পোশাক উৎপাদনে ব্যবহৃত অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৮ জন উদ্যোক্তাকে ট্রফি দিয়েছে এ খাতের সংগঠন বিজিএপিএমইএ। গত শনিবার অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যের মেলা গ্যাপেক্সপোর সমাপনী অনুষ্ঠানে মনোনীতদের হাতে ট্রফি তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান অনুষ্ঠানে বক্তব্য দেন। গত বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে মেলা শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএপিএমইএর সভাপতি মোহাম্মদ মোয়াজ্জম হোসেন মতি।
২০২২ সালে নবীন উদ্যোক্তা হিসেবে ট্রফি পেয়েছেন মেঘনা প্যাকেজিংয়ের এমডি আসিফ জসিম, এক্সপো লিঙ্ক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এ জেড এম কামরুল হামিদ, সানস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজের পরিচালক ব্যারিস্টার এ কে এম আকিফ, রিলায়েন্স ট্রিম পার্কের এমডি বিজয় কুমার দাস, নোভা অ্যাক্সেসরিজের পরিচালক ফুয়াদ হাসান চৌধুরী, কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাক্সেসরিজের এমডি কাজী ফাহাদ, ইউনিয়ন লেবেলের পরিচালক মনিরুজ্জামান মোল্লা, এইচ অ্যান্ড এইচ ট্রিমসের স্বত্বাধিকারী নাইম হায়দার, সেলিনা অ্যাক্সেসরিজের এমডি রফিকুল ইসলাম চৌধুরী, শানিমা পলি অ্যান্ড প্যাকেজিংয়ের এমডি শাহাব উদ্দিন, অ্যাডজি ট্রিমসের এমডি মো. শাহরিয়ার, টিআরএস অ্যাক্সেসরিজের ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ তাহের উদ্দিন, পেনডোরা অ্যাক্সেসরিজের এমডি শাহনেওয়াজ আয়শা আক্তার জাহান, আরএসএস থ্রেড অ্যান্ড অ্যাক্সেসরিজের এমডি শেখ মোহাম্মদ খবীর উদ্দিন ও হ্যানজি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির পরিচালক জিসান শাহাব খান।
২০২০ সালের মোট রপ্তানির ভিত্তিতে ২০২১ সালের ট্রফি ঘোষণা করা হয়। প্রচ্ছন্ন রপ্তানি, প্রত্যক্ষ রপ্তানি ও নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ- প্রতি গ্রুপে ট্রফি দেওয়া হয়। প্রচ্ছন্ন রপ্তানিতে ট্রফি পেয়েছেন ইমিএস অ্যাপারেলসের পরিচালক সালমান ফারুকি, আল মুসলিম অ্যাক্সেসরিজের এমডি এস এম আমজাদ হোসেন, রেসি ফ্যাশন অ্যান্ড প্যাকেজিংয়ের এমডি কে এম নুরুল আফসার ফারুক, সিয়াম কম্পিউটারাইজড ইলাস্ট্রিক ইন্ডাস্ট্রিজের এমডি মোবারাক উল্লাহ মজুমদার, নিক্সন বক্সের এমডি সুলতানুল ইসলাম তারেক ও ব্রিটানিয়া লেবেলের এমডি জামিল আহমেদ, কে ডিএস অ্যাক্সেসরিজের এমডি সেলিম রহমান, এম অ্যান্ড ইইউ প্যাকেজিংয়ের এমডি মশিউর রহমান ভূঁইয়া এবং মনট্রিমসের পরিচালক আসাদুর রহমান শিকদার ট্রফি পেয়েছেন। প্রত্যক্ষ রপ্তানিতে ট্রফি পেয়েছেন সিমটেক্স ইন্ডাস্ট্রিজের এমডি নিয়াজ রহমান সাকিব, মনট্রিমসের পরিচালক আসাদুর রহমান শিকদার ও ইপিলিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন। নারী উদ্যোক্তাদের মধ্যে ট্রফি পেয়েছেন গ্রিন হাউসের স্বত্বাধিকারী নূরে নাজনীন খান।

 

Side banner