Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বুয়েটে ভর্তির জন্য জেলা প্রশাসকের সহযোগিতা পেলেন দিব্য


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান জুন ১১, ২০২৪, ০৪:০৯ পিএম বুয়েটে ভর্তির জন্য জেলা প্রশাসকের সহযোগিতা পেলেন দিব্য

দরিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী দিব্য রায়। সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া আবাসিক এলাকার বাসিন্দা জনাব দেবেশ রায় এর ছেলে দিব্য রায় শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারছিল না। জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে অভিনন্দন জানান এবং ভর্তির জন্য সহায়তা প্রদান করেন। মেধাবী শিক্ষার্থী দিব্য রায় জানায়, তার পরিবারের সদস্য সংখ্যা চারজন। পরিবারে তার পিতাই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। দিব্য রায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে মাধ্যমিক এবং সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়ে উর্ত্তীণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহায়তা পেয়ে দিব্য রায় আবেগে আপ্লুত হয়ে যান এবং বলেন তার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার। ভর্তি সহায়তার জন্য তিনি জেলা প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Side banner