Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউটিউবার হয়ে শাকিব খানের দুই অর্জন


দৈনিক পরিবার | পরিবার বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১২:২১ পিএম ইউটিউবার হয়ে শাকিব খানের দুই অর্জন

সময় সচেতন মানুষ চিত্রনায়ক শাকিব খান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালবাসেন। এই যেমন এনালগ যুগের নায়ক হয়েও ডিজিটাল যুগের সব সুবিধাই ঘরে তুলছেন তিনি। ২০১৮ সালের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ধুমধাম আয়োজনে ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এর যাত্রা শুরু করেছিলেন।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নামে খোলা এ নায়কের ইউটিউব চ্যানেলটি থেকে আয়ের মুখ দেখেছেন তিনি।
চ্যানেলটির সাবস্ক্রাইবার এখন ১১ লাখেরও বেশি। অনিয়মিতভাবে ভিডিও ছাড়া হলেও শাকিবের নিজের প্রযোজনায় ছবিগুলোর ট্রেলার, গান ও ক্লিপস দিয়ে প্রায় ৭০টি কনটেন্ট আছে। সেখানে গানগুলোর ভিউস কোটি ছাড়িয়েছে।
নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবার ১০ লাখ পার হলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটির কর্ণধারকে গোল্ডেন প্লে বাটন উপহার দিয়ে স্বীকৃতি দেয়। শাকিবও পেয়েছেন।
বছর দেড়েক আগেই শাকিব খান ইউটিউবের স্বীকৃতি পেয়েছিলেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে গোল্ডেন প্লে বাটন খোলেন শাকিব খান। পাশাপাশি তার ব্যক্তিগত আরও একটি চ্যানেলের সিলভার প্লে বাটন পেয়েছেন বলেও জানান শাকিব। ভিডিও বার্তায় ইউটিউব কর্তৃপক্ষ ও দর্শকদের ধন্যবাদ দিয়েছেন এই নায়ক।
আগামী ঈদে শাকিব অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পাওয়ার তালিকায় আছে।

 

Side banner