Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

দুধ বিক্রেতা যৌন হেনস্তা করতেন: ভারতী সিং


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক আগস্ট ২১, ২০২৫, ০৯:২৪ এএম দুধ বিক্রেতা যৌন হেনস্তা করতেন: ভারতী সিং

বর্তমান সময়ের ভারতের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কৌতুকশিল্পী, অভিনেত্রী ভারতী সিং। মঞ্চে তার মজার কৌতুক, ঝরঝরে উপস্থিতি, হাসির ঝড় তোলে দর্শকদের মাঝে। কিন্তু এই সাফল্যের আলো পৌঁছাতে ভারতীকে হাঁটতে হয়েছে দীর্ঘ আঁধারের গলি পেরিয়ে। শৈশবেই বাবাকে হারানো, মায়ের গৃহকর্মীর কাজ করে সংসার চালানো থেকে শুরু করে জীবনের নানা ঘাতপ্রতিঘাত সবকিছুই পেরিয়ে এসেছেন তিনি।
সম্প্রতি এক আলোচনায় কৈশোরের এক গভীর আঘাতের স্মৃতি উন্মোচন করলেন এই কমেডিয়ান। তিনি জানালেন, জীবনের এক পর্যায়ে প্রায় আড়াই বছর ধরে প্রতিদিন শ্লীলতাহানির শিকার হয়েছেন। 
তার পাশাপাশি ভারতী এটাও জানাতে ভুললেন না, প্রথমাবস্থায় তিনি বুঝতেই পারতেন না তাকে যে কৌশলে যৌন হেনস্থা করা হচ্ছে।
ভারতীর কথায়, কৈশোরে যখন টাকার প্রচণ্ড অভাব ছিল, তখন টাকার জন্য আমি কলেজে গিয়ে কমেডি স্কিট করাতাম। সেই বয়সে আমি ‘গুড টাচ-ব্যাড টাচ’ ব্যাপারটাই জানতাম না। আজকের মেয়েরা স্কুলেই এসব শেখে, কিন্তু আমাদের সময়ে কেউ বলেনি।
তিনি আরও জানান, পড়াশোনার ফাঁকে সপ্তাহে তিনদিন ছুটি নিয়ে ভোরবেলায় ৫টার বাসে করে এক বন্ধুর সঙ্গে ছোট ছোট কলেজে যেতেন। সেই বাস ভর্তি থাকত দুধবিক্রেতাদের ভিড়ে। সেখানে ঠাসাঠাসি ভিড়ে প্রতিদিন অশালীনভাবে ছোঁয়া হত তার শরীর। কিন্তু  কিশোরী ভারতী সরল থাকার সুবাদে ভাবতেন, লোকটা হয়তো পড়ে যাচ্ছিল, তাই শরীরের ওখানে হাত পড়েছে। “প্রায় দেড়-দুই বছর পর বুঝেছিলাম, এসব কোনও দুর্ঘটনা নয়, আমাকে ইচ্ছে করেই স্পর্শ করা হচ্ছে,” অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর। 
যৌন হয়রানির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভারতী আরও বলেন, তখন পরিবার বা সমাজে এ নিয়ে খোলাখুলি আলোচনা হত না। বাড়ির মহিলারাও এ বিষয়ে অস্বস্তি বোধ করতেন। ফলে ছোটবেলায় কেউ শেখায়নি তাকে ব্যড টাচ-গুড টাচ আলাদা করতে। 
আজ অবশ্য সেই আঁধার পেরিয়ে ভারতী সিং জ্বলজ্বল করা এক নাম। সম্প্রতি তিনি ‘লাফটার শেফস ২’-এর সঞ্চালক হিসেবে দর্শকের মন জিতেছেন। পাশাপাশি স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে ব্যস্ত আছেন তাদের নিজস্ব পডকাস্ট ‘ভারতী টিভি’ নিয়ে।

Side banner