Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি নভেম্বর ২১, ২০২৪, ০১:০৯ পিএম কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার উপজেলার নাউথী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমার অধিকার ফাউন্ডেশনের আয়োজনে ও লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমার অধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রবিন শেখের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাব্বির আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এছাড়াও নাওথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদ শেখ, আমার অধিকার ফাউন্ডেশনের সভাপতি মো সেলিম শেখ, সা-সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সা-সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক নান্টু শেখ, কোষাধ্যক্ষ অনিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Side banner