Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৯, ২০২৫, ০৯:০৪ পিএম বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

নিজেদের স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের পরীক্ষা চালিয়েছে ভারত। এই ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটি।
গতকাল ২৮ জুলাই ও আজ মঙ্গলবার ২৯ জুলাই ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা করে নয়াদিল্লি। দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত।
ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। তাদের তথ্য অনুযায়ী, প্রলয় একটি অত্যাধুনিক, আধা ব্যালিস্টিক, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যা যুদ্ধক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভূল আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এ ক্ষেপণাস্ত্র আটকাতে না পারে সেভাবে এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি ভারতের।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছেছে এবং সব লক্ষ্য অর্জন করেছে।
ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে নিজের গতিপথ বদলাতে পারে। এতে করে এটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রকে সহজে ধোঁকা দিতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানির মোটর, উন্নত নৌ ও বিমান বিদ্যা।
ক্ষেপণাস্ত্রটি ৩৫০ থেকে ৭০০ কিলোমিটার ওজনের কনভেনশনাল ওয়ারহেড বহন করতে পারে। শত্রুদের কমান্ড সেন্টার, লজিস্টিক হাব, বিমানঘাঁটিতে নির্ভূল আঘাতের জন্য এটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সূত্র: ইন্ডিয়া টুডে

Side banner