Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাশিয়া দু’টি ড্রোন ভূপাতিত করেছে


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২২, ২০২৩, ০৪:২৬ পিএম রাশিয়া দু’টি ড্রোন ভূপাতিত করেছে

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে দু’টি ‘আক্রমণকারী ড্রোন’ ভূপাতিত করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) নগরীর মেয়র এ কথা জানান। জরুরী পরিষেবাগুলো সাড়া দিচ্ছে  উল্লেখ করে সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, এয়ার ডিফেন্স ক্রাসনোগর্স্ক ও চ্যাস্টি এলাকায় দু’টি আক্রমণকারী ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তাারিত জানাননি। খবর এএফপি’র।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে দ’ুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে বিমান পরিষেবার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ‘তাস’ জানায়, মস্কোর ভনুকোভো, শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভো বিমানবন্দরে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে ব্রায়ানস্ক অঞ্চলে দু’টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

Side banner