Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

মদ খেয়ে ১৯ জনের মৃত্যু


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১১, ২০২৩, ০৫:০৩ পিএম মদ খেয়ে ১৯ জনের মৃত্যু

ভারতের হরিয়ানায় বিষাক্ত মদ খেয়ে মারা গেছেন ১৯ জন। এ ঘটনায় মদের ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি করেছে এলাকাবাসী। ১৯ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে স্থানীয় এক কংগ্রেস নেতা ও আরেক জেজেপি পার্টির নেতার ছেলে রয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, হরিয়ানার মানদেবারি, পাঞ্জেতো কা মাজরা, ফসগড় ও সারান গ্রামে এই ঘটনা ঘটে। হরিয়ানায় সম্প্রতি এমন ঘটনা প্রায়ই ঘটছে। এ কারণে এবার মনোহর লাল খাটারের সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় নেমেছেন বিরোধীরা।
নিহত ৭০ বছর বয়সী এক ব্যক্তির ছেলে বলেন, আমার বাবা বিষাক্ত মদ খেয়ে মারা গেছেন। তিনি মদ খেতেন, তবে পরিমিত পরিমাণ। এবার বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে মারা গেলেন।
এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এমন বিষাক্ত মদ আরও আছে কি না তা বের করার চেষ্টা চলছে।

 

Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর