Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
কর্মরত ১৮ শ্রমিকের সবাই বাংলাদেশি

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৯, ২০২৩, ১০:৫৭ এএম মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩

মালয়েশিয়ার বায়ান লেপাসে নির্মাণাধীন একটি লজিস্টিক গুদামের ছাদ ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশি। সেখানে কর্মরত ১৮ শ্রমিকের সবাই বাংলাদেশ থেকে এসেছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। পেনাং শহরের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য একজন হাসপাতালে মারা যান।
মোহাম্মদ ইউসুফ আরও জানান, গুরুতর আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও চারজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, বাংলাদেশ কনস্যুলেট শাইক ইসমাইল আলাউদ্দীন বলেছেন, তারা এখনও ভুক্তভোগীদের বিস্তারিত পরিচয় জানতে পারেননি।
তিনি বলেন, অফিশিয়ালি তথ্য জানার আগে আমরা কোনো বিবৃতি দিতে পারি না। আমি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভুক্তভোগীদের বিবরণ দিতে বলেছি। যদিও আমরা জানতে পেরেছি শ্রমিকদের সবাই বাংলাদেশ থেকে এসেছেন। তবে কোনো বিবৃতি দেয়ার আগে তাদের শনাক্ত করার জন্য আমাদের নথি দরকার, যোগ করেন তিনি।
পুলিশ প্রধান মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ বলেন, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট অনুসন্ধান ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনার বিষয়ে তথ্য পেরেছি। নির্মাণাধীন ভবনটির ধসের ঘটনায় ১৮ নির্মাণ শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের কেউ কেউ নামাজের জন্য বেরিয়েছিলেন।
পেনাং জেবিপিএমের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেন, ধসে পড়া জায়গাটি বাস্কেটবল কোর্টের মতো বড়। প্রয়োজনে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য কে-৯ ডগ স্কোয়ার্ডকে ডাকা হবে।

Side banner