Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
অস্ট্রেলিয়া

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স এসোসিয়েশনের সাধারণ সভা


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৯, ২০২৩, ১০:৫৯ এএম সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স এসোসিয়েশনের সাধারণ সভা

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশন ইনক সকাল সাড়ে ১০টায় সিডনির মাউণ্ট আনান বোটানিক্যাল গার্ডেনের উডল্যান্ড পিকনিক এরিয়ায় তাদের সাধারন সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির প্রায় ১০০ জন সদস্য ও তাদের পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ছোটদের বিস্কুট দৌড়ের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শুরুর পর ১০০ মিটার দৌড় ও উপস্থিত নারীদের অংশগ্রহনে বাদ্যের তালে চেয়ার ও বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলায় সভাপতি ও সহ সভাপতি দল অংশগ্রহণ করে সভাপতি দল জয়লাভ করে।
দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলওয়াতের পর সাধারণ সভা শুরু হয়। সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা আজাদ কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শেখ। আর্থিক প্রতিবেদন পেশ করেন হিসাব রক্ষক রেজাউল করিম ব্যাপারী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মো. ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসলাম মোল্লা, মনিরুল হক জর্জ, মো. শফিকুল আলম, নাইম আবদুল্লাহ, কায়সার আহমেদ, লিয়াকত আলী লিটন মাঝি, রুহুল আমিন প্রমুখ। সম্মানিত অতিথিরা বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

Side banner