Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শুনানী চলাকালে বিচারকের সামনে আইনজীবীকে হত্যার হুমকি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ৪, ২০২৪, ০৪:৪৭ পিএম শুনানী চলাকালে বিচারকের সামনে আইনজীবীকে হত্যার হুমকি

ঢাকার সিএমএম সাহেবের ৩ নং আদালতে গত মঙ্গলবার সকাল অনুমান সাড়ে এগারোটায় শুনানি চলাকালে বিচারকের সামনে বাদী পক্ষের আইনজীবীকে হত্যা চেষ্টা, মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। চায়না কোম্পানির হিসাবরক্ষক মো. সালাউদ্দিন আহমেদ প্রতিষ্ঠানের ৬১,৫০,০০০/ হাজার টাকা আত্মসাৎ করায় কোম্পানির কর্মকর্তা হাফসা করিম বাদী হয়ে বনানী থানায় দায়ের করেন। মামলা নং ১৬(৪)২০২৪।
আসামি মো. সালাউদ্দিন আহমেদ এর নিয়োজিত আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন ও তার দলবলকে হায়ারে নিয়ে আসেন এবং আদালতে আসামিকে সারেন্ডার দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. মনির হোসেন আসামীর জামিন আবেদন না মঞ্জুরের আবেদন জানালে বিচারকের সামনে আসামী পক্ষে অ্যাড. মিজানুর রহমান মামুন এর সঙ্গীয় রানা সরদার, শাকিল সহ কতিপয় উচ্ছৃঙ্খল আইনজীবী বাদীর আইনজীবীকে মারধর করে, গলার টাই টেনে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে এবং মেরে ফেলার হুমকি দেয়। আদালতে উপস্থিত বিচারক তাদেরকে আটক করতে বলার সাথে সাথে তারা আদালত থেকে বের হয়ে যায়। আদালত আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Side banner