Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

কয়রায় আদালতের আদেশ অমান্য করে কাজ করার অভিযোগে সংবাদ সম্মেলন


দৈনিক পরিবার | আবুবকর সিদ্দিক, কয়রা (খুলনা) প্রতিনিধি নভেম্বর ২১, ২০২৪, ০৩:১০ পিএম কয়রায় আদালতের আদেশ অমান্য করে কাজ করার অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত জায়গীর মহল গ্রামে আদালতের আদেশ অমান্য করে কাজ করলে তাতে বাধা প্রদানে জীবননাশের হুমকির প্রতিবাদে সম্মেলন করেছে মো. আব্দুল হাকিম। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন আমি, আমার ৩ ভাই ও ২ বোনসহ আমার ফুপু পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১.০৭ একর জমির মধ্যে মোট ১৮ শতক জমি যাহার মৌজা আমাদি এসএ খতিয়ান নং ৬৭৭ ও ৬৭৮ এসএ দাগ নং ৫৩৬ বিআরএস খতিয়ান নং ৮৪৩ বিআরএস দাগ নং ৮১,৬৩৯,৬৪০,৭১১,৭১৩,৭১৪,৭৬৬ পিতার আমল থেকে সীমানা চৌহদ্দিসহ গাছ গাছালি লাগাইয়া বাগান করে সকলের জ্ঞাতসারে দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এই অবস্থায় আশারাফুল আলম, রাজ্জাক সরদার, কোবাদ সরদার, মান্নান সরদার, হবিবার সরদার, আমাদের উক্ত জমি জোরপূর্বক দখল করতে আসলে আমি বাদী হয়ে বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে একটি মামলা করি। যার নম্বর এমআর ৬৯/২৪। উক্ত মামলায় আদালত কারণ দর্শানোসহ দখলভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করেন। কিন্তু উপরোক্ত ব্যক্তিগণ আদালতের আদেশ অমান্য করে আমাদের উক্ত জমিতে প্রবেশ করে গাছ গাছালি কেটে ঘর তৈরি করতেছে। 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উপরোক্ত বিবাদীগণসহ রাহাজান সরদার গাছ গাছালি কেটে ঘর তৈরি করতে আসলে আমরা বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয় এবং হুমকি দিয়ে বলে যে, আমাদের কাজে বাধা দিলে পরিবারসহ জীবনে শেষ করে দিব, রাস্তায় বের হতে দিবেনা, বাড়ি ঘর দোর ভেঙ্গে দিবে ইত্যাদি। উপরোক্ত বিবাদীগণ তাদের কাজ বন্ধ না করিয়া বীরদর্পে কাজ করে যাচ্ছে। আমি স্থানীয় প্রশাসনকে জানালে তারা সরেজমিনে এসে কাজ করতে নিষেধ করা সত্ত্বেও গায়ের জোরে বলিয়ান হয়ে দিনের বেলা ও রাতে কাজ করে যাচ্ছে। আমরা তাদের কাছে অসহায়। আমরা লোক কম থাকায় প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে যাচ্ছে যে, কাজে বাধা দিলে এলাকা ছাড়া করিবে ও মামলা দিয়ে ইতিপূর্বে যেমন হয়রানি করেছে আবার করিবে। এমনকি নিজের ঘর বাড়িতে কাজ করার সময়ে বিবাদীগণ ক্ষতিসাধন ও মিথ্যা মামলায় জড়াইবে, জমি দখল করিবে হুমকি দেয় যাহার ফলে আমার ভাইপো মোঃ আহসান হাবিব বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন যাহার জিডি নাম্বার ৯৫৫ তারিখ ২১/১১/২০২৪।

Side banner