Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবন চমৎকার সময়


দৈনিক পরিবার | মোহাম্মদ নজরুল ইসলাম ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:৫৫ পিএম জীবন চমৎকার সময়

আমি বেঁচে থাকতে চাই অন্যদের আনন্দ দিয়ে দুঃখ দিয়ে নয়।
আমি বৃষ্টিতে হাঁটিতে প্রচন্ড ভালোবাসি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে।
ভয় না পেলে জীবন একটি চমৎকার সময়।
নিচের দিকে তাকিয়ে কখনো রংধনু দেখি নাই বরং উপরের দিকে তাকিয়ে খুঁজে পেয়েছি।
আমার সবচেয়ে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে কখনো হাসে না।
আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি কখনই কারো দুঃখের কারণ যাতে না হয় সারা জীবন আমি সতর্কতায় অতিবাহিত করেছি ।
অজানা ঘর- নদী -পাহাড় এবং কোটি কোটি অর্জুন গাছের বনাঞ্চল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমার না বলা কথা আর কবিতা।
বিরহের সুরে হাওয়ায় মিশেছে আকাশ মনের পাতায়।
তোমরা আমার আপন আমি তোমাদের পর তবু দেখি স্বপ্নে বেঁধেছি ঘর।
আমি এমন কিছু লিখতে চাই যা সত্যিই মানুষের কাজে লাগে।
আমার দুঃখগুলি নিজেই নিজেকে খেয়াল রেখেছে! আর আমার আনন্দগুলো অন্যের খেয়াল রেখেছে।
আমি মনকে পরিষ্কার ও উজ্জ্বল রাখি কেননা মনের জানালা দিয়ে জগতকে দেখি।
সূক্ষ্ম আনন্দবোধ থেকে অধিকাংশ বেদনার শিকার হয়েছি আমি।
জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে আমার জীবনে প্রক্রিয়াদিন।

 

Side banner