Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের শুল্ক আলোচনা শুরু


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৫, ০১:৫৩ পিএম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন দিনের শুল্ক আলোচনা শুরু

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তিন দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক  শেষ হয়েছে। বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি ছিল অত্যন্ত বিস্তৃত; এতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক আলোচনায় উঠে এসেছে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংক্রান্ত সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
উভয় পক্ষ আগামী বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ৯টায়) আবারও বৈঠকে বসবে। আলোচনার তৃতীয় ও শেষ দিন শুক্রবার।
উল্লেখ্য, গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে একটি ব্যাখ্যামূলক চিঠিও পাঠান তিনি। ট্রাম্পের ওই চিঠির পরপরই এই শুল্ক ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনায় বসে ঢাকা ও ওয়াশিংটন।

Side banner