বগুড়ার সোনাতলায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজ থেকে আত্মসাৎকৃত সরকারী কম্বল সহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
অফিস সুত্রে জানা যায়, জব্দকৃত এসব মালামাল গত জুন ২০২৪ শে বিতরণের কথা থাকলেও সেই সব মালামাল বিতরণ না করে কলেজে গুদামজাত করে রাখে কর্তৃপক্ষ। তবে এসব পণ্য সরকারী এডিপি সহ বিভিন্ন অফিস হতে বিতরণের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। জব্দকৃত মালামালগুলো হলো টেবিল ১৮টি, কম্বল ১৫বস্তা, ছাতা ১বস্তা, বড় কাপ ১৮কাটুন, গামবুট ১বস্তা, পাট বীজ ৩বস্তা, ব্রেন্স ২০টি, চেয়ার ২০টি মেট্রেস ১টি। তবে সে সময়ে এসব পণ্য রাখার বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোন কোন সদুত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ব্যক্তি জানান, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান হলেও এর আড়ালে এখানে রমরমা ভাবে পরিচালিত হতো দলীয় কার্যক্রম।
তারা আরো জানান, এসব কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কলেজ কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত কিছু ব্যক্তিবর্গ।
এ বিষয়ে জানতে ওই কলেজের প্রিন্সিপাল মিনহাদুজ্জামান লিটনের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জব্দকৃত মালামালের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ছাত্র-জনতা, গণমাধ্যম কর্মী সহ পৌরসভার মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ, প্যানেল মেয়র মশিউর রহমান রানা, পৌর কাউন্সিলর হারুন-রশিদের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত মালামাল আপাতত পৌরসভায় মজুত হিসেবে রাখা হয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন জানান, মালামাল জব্দের বিষয়টি আমাকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :