Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
হোমনায়

মহিলা লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


দৈনিক পরিবার | হোমনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৭:০৬ পিএম মহিলা লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লার হোমনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ  মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল ২৭ শে ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা মহিলা লীগের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে কেক কাঁটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা লীগের নেতৃবৃন্দ।প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়াল এর মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রিনা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারুল আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি রুশিয়া আক্তার, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনূর আক্তার, আসাদপুর ইউনিয়নের সভাপতি আম্বিয়া ইসলাম সাথী।
আরো উপস্থিত ছিলেন নিলখী ইউনিয়নের সভাপতি নিলা আক্তার শিখা, মাথাভাঙ্গা ইউনিয়নের সভাপতি শানজিদা আক্তার, ভাষানিয়া ইউনিয়নের সভাপতি মাফিয়া আক্তার, জয়পুর ইউনিয়নের সভাপতি রাফিয়া বেগম, ঘাগুটিয়া ইউনিয়নের সভাপতি ছালমা খাতুন সহ মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Side banner