Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৩, ০১:০০ এএম ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) স্থানীয় দি ইউনাইটেড ক্লাব লিমিটেড প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইউসুফ আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম। সম্মেলনের উদ্বোধন করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মো. শরীফ আল হাশিম খান ও ডাক্তার তালহা ইসলাম জিনান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন। 
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

Side banner