Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ব্রাহ্মণবাড়িয়া ০৬ আসন

এবিএম আক্তারুজ্জামান নৌকার মনোনয়ন প্রত্যাশী


দৈনিক পরিবার | বাঞ্ছারামপুর প্রতিনিধি জুন ২২, ২০২৩, ০৯:৩২ পিএম এবিএম আক্তারুজ্জামান নৌকার মনোনয়ন প্রত্যাশী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত যিনি নিঃস্বার্থ ভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তিনি হলেন এবিএম আক্তারুজ্জামান। তিনি একজন মুক্তিযোদ্ধা সংগঠক। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এই কৃতি সন্তান ১৯৫৬ সালে মরিচাকান্দি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবদুর লতিফ। তিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ দিন যাবত সোনালী ব্যাংকে চাকুরী করেন, বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। তিনি ঢাকার আবুজফর গিফারী কলেজের ছাত্র ছিলেন। তখন উক্ত কলেজে মুজিববাদী ছাত্রলীগের কোন সংগঠন ছিল না। বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মাখনের নেতৃত্বে কলেজ এবং উত্তরাসহ মুজিববাদী সংগঠন দাঁড় করানো হয়। ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক এবং আবু জফর গিফারী কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন। পরবতির্তে ঢাকা গুলশান বনানী উত্তরাসহ জোয়ার সাহারা ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭৮ সালে ঢাকা বাড্ডার ২১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পরবতির্তে কাউন্সিলর সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮২ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত উক্ত ওয়ার্ডের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে আসলে উনাকে গণসংবর্ধনা নেতৃত্ব দেন। বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবিএম আক্তারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমিনেশন দিলে উপজেলাবাসী ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান তিনি। বর্তমানে তিনি  মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি সকলের দোয়া প্রার্থী।

Side banner