Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০২:৪৪ পিএম মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম ছোয়াকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
মানিকগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ।
ওসি বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Side banner