Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

হোমনায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | হোমনা প্রতিনিধি: অক্টোবর ৭, ২০২৩, ০১:০৬ এএম হোমনায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে কুমিল্লার হোমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হোমনা উপজেলা শাখা আয়োজনে হোমনা সাব রেজিস্ট্রার অফিসের পূর্ব দিকে জামিয়া আব্দুল বাতেন মাদ্রাসার সংলগ্নে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের হোমনা উপজেলার শাখার মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পশ্চিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা বশির আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা উত্তর জেলা পশ্চিম সভাপতি কফিল উদ্দিন।
আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পশ্চিম জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি জিয়াউর রহমান সাদি, কুমিল্লা জেলা পশ্চিম যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি সাইফুল্লাহ সাইফ, হোমনা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে সভাপতি ইসহাক বিন জলিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অথর্ব নির্বাচন কমিশনারের পদত্যাগ ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখানুপাতিক নির্বাচন (আরপি) পদ্ধতির প্রবর্তন ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।

Side banner