Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ভাই বোন ভাতিজা নির্বাচনে


দৈনিক পরিবার | কিশোরগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৩০, ২০২৩, ০৯:৪২ এএম কিশোরগঞ্জে ভাই বোন ভাতিজা নির্বাচনে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এমপির আসনে তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হতে মনোয়নপত্র নিয়েছেন তারই আপন বড় ভাই মেজর (অব.) শাফায়াতুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান।
বাবা-ছেলে দুইজনই কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেজর (অব.) শাফায়াতুল ইসলাম। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত মনোনয়নপত্র সংগ্রহ তালিকা থেকেও বিষয়টি জানা গেছে।
মেজর (অব.) শাফায়াতুল ইসলাম জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। তখন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েও পাননি মেজর (অব.) শাফায়াতুল ইসলাম। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসন থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ), সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), সৈয়দ নাফিস নজরুল রাইয়ান (স্বতন্ত্র), অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন (গণতন্ত্রী পার্টি), ডাক্তার মো. মো. আব্দুল হাই (জাতীয় পার্টি), অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), আনোয়ারুল কিবরিয়া (স্বতন্ত্র), মোবারক হোসেন (স্বতন্ত্র), শরীফ আহমদ সাদী (স্বতন্ত্র) ও মো. নাসির উদ্দিন (জাকের পার্টি)।
এদের মধ্যে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Side banner