ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জ্যাকব গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, পরে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়। গত ১২ সেপ্টেম্বর মামলাটি করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন।








































আপনার মতামত লিখুন :