ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্য রাতে নাসিরনগর উপজেলা ফান্দাউকের নিজবাড়ি থেকে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম পালকে গ্রেফতার করেছে।
অসীম পালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে, ওই মামলায় তিনি নয় নম্বর আসামী।
অসীম পাল নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফান্দাউক পালপাড়ার মৃত কমল রঞ্জন পালের ছেলে।
মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতারের পর অসীম পালকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :