Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এবার প্রকাশ্যে এলো জাবি ছাত্র শিবির


দৈনিক পরিবার | জাবি প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ১১:৫০ এএম এবার প্রকাশ্যে এলো জাবি ছাত্র শিবির

দীর্ঘ ৩৫ বছর পর এবার প্রকাশ্যে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামি ছাত্র শিবির। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতি থেকে তাদের পরিচয় জানা যায়। 
বিবৃতিতে বলা হয়, জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হলেন হারুনুর রশিদ রাফি। তিনি ২০১৬-১৭ সেশনের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হলেন মুহিবুর রহমান মুহিব। তিনি ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী। অপরদিকে প্রচার সম্পাদক হলেন আব্দুল্লাহ আল মামুন সাকি। তিনি ২০১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী।
এর আগে, ১৯৮৯ সালে কবির নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দল নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জাবিতে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সেবার বিশ্ববিদ্যালয়ের ১৪২ তম সিন্ডিকেট সভায় শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রস্তাব করা হলেও সেটি পাশ হয়নি।

Side banner