Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার  


দৈনিক পরিবার | তিমির বনিক অক্টোবর ৩০, ২০২৪, ১১:৫৭ এএম সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার  

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
রাত নয়টার পর থেকেই ১০ নম্বর সেক্টরের ২ নং রোডে অবস্থিত আব্দুস শহীদের বাড়ি ঘিরে রাখে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি বিশেষ ইউনিট। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। 
আব্দুস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতেও মারামারি, লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলায় তিনি প্রধান আসামি।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য হয়েছেন।
১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জগণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

Side banner