Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

নলছিটিতে যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের যৌথ মিছিল


দৈনিক পরিবার | মশিউর রহমান রাসেল নভেম্বর ১০, ২০২৪, ০৬:৩৩ পিএম নলছিটিতে যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের যৌথ মিছিল

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না এর সভাপতিত্বে রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় নলছিটি কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও কলেজ শাখার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল ছিলো কানায় কানায় পরিপূর্ণ। 
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক মোঃ রেজওয়ান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সুজন, ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব গাজী। 
এসময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাবেশ পরবর্তী র‌্যালি করেন স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা।  
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজ দেওয়ান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আরিফ হোসেন, আলামিন হোসেন চঞ্চল, জুয়েল গাজী, রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তারেক, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক বশির তালুকদার, যুগ্ম আহবায়ক রাজিব তালুকদার, সোহাগ মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক জুয়েল গাজী, পৌর ছাত্রদল আহবায়ক রনি তালুকদার, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ম আহবায়ক এইচ এম ফয়সাল, কলেজ ছাত্রদল সদস্য সচিব মো: হিমেল হোসেন।
র‌্যালিটি উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, উপজেলা পরিষদ চত্বর, ভূট্টো বাজার হয়ে আবার শহীদমিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Side banner