Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার


দৈনিক পরিবার | শার্শা (যশোর) প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৩:১৯ পিএম ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে (৬০) গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুর রহমান ঢাকার গাজীপুরের পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল গাজীপুরের ৫ মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। আটকের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় হয়েছি। পরে তাকে গ্রেপ্তার করে সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।
গাজীপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

Side banner