Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

থাইল্যান্ডে ভ্রমণকারীদের পূরণ করতে হবে ডিজিটাল ল্যান্ডিং কার্ড 


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৫৩ পিএম থাইল্যান্ডে ভ্রমণকারীদের পূরণ করতে হবে ডিজিটাল ল্যান্ডিং কার্ড 

ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করছে থাইল্যান্ড। আগামী ১ মে থেকে থাইল্যান্ড ভ্রমণকারীদের অবশ্যই ডিজিটাল ল্যান্ডিং কার্ডে ফর্ম পূরণ করতে হবে। স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে স্থল, আকাশ এবং সমুদ্র পথে থাইল্যান্ডে ভ্রমণ করতে আসা এবং প্রস্থান করতে যাওয়া সকল পর্যটকের জন্য এটি প্রযোজ্য হবে। তাদের সবাইকে টিএম৬ নামে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। সিঙ্গাপুরের নাগরিকদের জন্যও একই নিয়ম প্রযোজ্য বলে নিশ্চিত করেছে থাইল্যান্ড।
এই ফর্ম পূরণ করার জন্য জন্য কাউকে অর্থ দিতে হবেনা। দেশটির স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল টিএম৬ ফর্ম পূরণে ভ্রমণকারীর ব্যক্তিগত ও ভ্রমণ তথ্য দিতে হবে। এ ছাড়া পাসপোর্টের তথ্য এবং থাই ঠিকানাও দিতে হবে ওই ফর্মে। 
এদিকে গত বছরের ডিসেম্বরে দ্য রয়্যাল থাই অ্যাম্বাসি বাংলাদেশিদের জন্য ২ জানুয়ারি থেকে ই ভিসা সুবিধা চালু করতে চলেছে বলে জানিয়েছে।
ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে- এমন পরিপ্রেক্ষিতে বাংলাদেশি রোগীরা উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন।
এ ছাড়া থাইল্যান্ডের হাসপাতালের কর্মীদের আন্তরিকতা ও সহজ ই-ভিসা আবেদন প্রক্রিয়ার কারণে বাংলাদেশ থেকে পূর্ব এশিয়ার দেশটিতে চিকিৎসা নিতে ইচ্ছুকদের সংখ্যা বাড়ছে।

Side banner