Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিক


দৈনিক পরিবার মে ২০, ২০২২, ০৩:৩১ পিএম যুক্তরাজ্যের ছায়া অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিক

ঢাকাঃ যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

একইসাথে তিনি লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করবেন। এক টুইটবার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন। ব্যাংক, বীমাসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কর্মকাণ্ডের ওপর লেবার পার্টির হয়ে তিনি নজরদারি করবেন।

এর আগে, ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসাবে কাজ করেছেন তিনি। শিশুকল্যাণ এবং প্রাক-প্রাথমিক শিক্ষা ছিল কাজের ক্ষেত্র। টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতাবিষয়ক কমিটিরও দায়িত্ব পালন করেছেন। পরপর দুই বার হ্যামস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। 

Side banner