Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


দৈনিক পরিবার মে ২০, ২০২২, ০৩:৩১ পিএম কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ঢাকাঃ কানাডার টরন্টোর পিটারবোরোতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল গোমেজ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ের মিলব্রুক অফ র‌্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় উজ্জ্বল গোমেজের স্ত্রী রোজালিন মনি গোমেজ, দুই ছেলে এইডেন গোমেজ (১৫) ও অ্যারন গমেজ (১০) আহত হয়েছেন। তাদের টরন্টোর ডাউন টাউনে সিককিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অ্যারন লাইফ সাপোর্টে রয়েছেন।

পিটারবোরো কাউন্ট্রির পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে।

এদিকে জেমস উজ্জ্বল গোমেজের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

২০২০ সালে শুধু টরন্টো শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৫৫৩ জন। আর গত ক’বছরে কানাডায় মারা গেছে ১৬ জন বাংলাদেশি।

Side banner