ভ্রমণ ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে গিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে ১২৩ বাংলাদেশিকে। মালয়েশিয়ার অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২ থেকে মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) তালিকায় ফেলে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র, যথেষ্ট তহবিল বা বিদেশি মুদ্রা ছিল না। কেউ কেউ হোটেল বুকিং দেখাতে পারেননি। আবার অনেকের ভ্রমণের উদ্দেশ্য ছিল অস্পষ্ট, যা অভিবাসন আইন অনুযায়ী প্রবেশ-অনুপযুক্ত হিসেবে গণ্য হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল ১-এ ১২৮ জন যাত্রীকে আটক করা হয়, যার মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। এছাড়া দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশীয় এবং একজন সিরীয় নাগরিক ছিলেন। টার্মিনাল ২-এ আটক হওয়া ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামী নাগরিক।
আটক যাত্রীদের মধ্যে কয়েকজনের মোবাইল ফোনে অভিবাসন কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে। এতে তারা নিরাপত্তা ইস্যু হিসেবে বিষয়টি বিবেচনা করে এবং সম্ভাব্য কোনো চক্র বা সিন্ডিকেটের জড়িত থাকার সম্ভাবনা তদন্ত করছে বলেও জানিয়েছেন শুহাইলি মোহাম্মদ জেইন।
এর আগে গত ১১ জুলাই একইভাবে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, যারা ভ্রমণ ভিসায় মালয়েশিয়া পৌঁছেছিলেন।
আটক যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :