Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে

সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন


দৈনিক পরিবার | সিঙ্গাপুর প্রতিনিধি জুলাই ৩১, ২০২২, ১০:৩৫ পিএম সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিঙ্গাপুর শাখা আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী  মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, বাংলার কন্ঠের সম্পাদক এ কে এম মহসিন।
সভায় সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এইচ আদনান শাহ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আবেদীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি বি এম সালাউদ্দিন, সহ সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান খান আনিস, সাংগঠনিক সম্পাদক রুস্তম, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য সরকার আলামিন, সবুজ ও রাকিব প্রমুখ।

 

Side banner