Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু


দৈনিক পরিবার মে ২৪, ২০২২, ০৪:৪৭ পিএম শ্রীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

গাজীপুরঃ জেলার শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রিনা বেগম (৬০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ রেল পথের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজ পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রিনা বেগম উপজেলার দরগার চালা গ্রামের মো. আলীমুদ্দিনের স্ত্রী।

শ্রীপুরের স্টেশন মাষ্টার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে এ রেল পথে ৫/৬টি ট্রেন চলাচল করেছে। সকাল দশটারদিকে তার রেল লাইনের পাশে এক বৃদ্ধ  নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। কোন ট্রেনে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা কেহ সঠিক ভাবে বলতে পারেনা। ধারণা করা হয় ওই নারী রেলের পাশদিয়ে হাঁটার সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। 

নিহতের মেয়ে ছলিমা জানান, তার মা  কানে কম শুনতেন। ভোর ৫টার দিকে কাউকে কিছু না বলে  বাড়ি থেকে বের হন। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল সাড়ে দশটার দিকে শুনতে পান এক নারী ট্রেনের ধাক্কায় মারা গেছেন। ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখেন। 

শ্রীপুরের স্টেশন মাষ্টার হারুন অর রশিদ অরো জানান, জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিবে।

Side banner