Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু


দৈনিক পরিবার মে ২৪, ২০২২, ০৪:৫৬ পিএম কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে কলাগাছের ভেলা নিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে আলিফ শেখ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে উপজেলার নাকাই ইউনিয়নের কালুগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আলিফ শেখ ওই গ্রামের জিয়াউর রহমান শেখের ২য় ছেলে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, সোমবার বিকেলে বাড়ীর পাশের পুকুরের পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলা করছিল একদল শিশু। এর এক পর্যায়ে আলিফ শেখ নামের শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। শিশুটির এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাকাইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

Side banner