Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ১৬, ২০২২, ১০:২৬ পিএম জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের বিজয় দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে আমাদের দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।

 

Side banner