Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়ীতে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে মুসল্লির ঢল


দৈনিক পরিবার | বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি নভেম্বর ২২, ২০২৪, ০৬:৪৩ পিএম ফুলবাড়ীতে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে মুসল্লির ঢল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুফতি মাওলানা আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে হাজারো মুসল্লির ঢল।
শুক্রবার (২২ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মোহরটারী হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার  উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আব্দুল জব্বারের সভাপতিত্বে সাংবাদিক (প্রভাষক) শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন রংপুর রেইবো ক্লিনিক ও এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নুর ইসলাম শেখ, শিল্পপতি ওয়াহেদ আলী ও প্রভাষক মিজানুর রহমান।
কোরআন মাহফিল কে ঘিরে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মুফতি মাওলানা আমির হামজা।
শুক্রবার জুম্মা নামাজ আগে থেকেই দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসতে শুরু করে। তাফসির মাহফিলে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে। জুম্মার নামাজের শেষে আলোচনা করেন মাওলানা আমির হামজা। 

Side banner