Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান জুন ৮, ২০২৪, ০৬:৫৪ পিএম সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রেজাউল করিম এবং এএসপি মো. জাহিদ হোসেন।

Side banner