Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আমতলী উপজেলাকে গৃহহীন ও ভূমি মুক্তি ঘোষণা


দৈনিক পরিবার | মো. ফরহাদ হোসেন জুন ১১, ২০২৪, ০৫:৫৭ পিএম আমতলী উপজেলাকে গৃহহীন ও ভূমি মুক্তি ঘোষণা

বরগুনার আমতলী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১১ জুন) ভার্চুয়ালী এ ঘোষনা দেন। পরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী হস্তান্তর করা হয়।
গৃহহীনদের মধ্যে চাবী হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুষ চন্দ্র দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা কৃষি অফিসার মোঃ ঈশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড.এইচএম মনিরুল ইসলাম মনি ।
উল্লেখ কারামুক্তি দিবস উপলক্ষে আমতলীতে ১০০ গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী হস্তান্তর করা হয়।

Side banner