Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সোনাতলায় এডিপির অর্থায়নে দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার জুলাই ১২, ২০২৪, ০৫:৫২ পিএম সোনাতলায় এডিপির অর্থায়নে দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

বগুড়ার সোনাতলায় ২০২৩-২০২৪ ইংরেজি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় (এডিপি)র অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠান সহ গরিব-দুঃস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীগুলো স্টিলের আলমারী, বৈদ্যুতিক সিলিংফ্যান, প্লাস্টিকের চেয়ার, হুইল চেয়ার ও নলকূপ। গত বৃহস্পতিবার বিকাল ৬টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব পণ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
এ সময়ে তিনি উপজেলার কমিউনিটি ক্লিনিকে ১১২টি চেয়ার, শারিরিক প্রতিবন্ধীদেরকে ১৬টি হুইলচেয়ার, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২৭টি সিলিং ফ্যান, ৬টি অন্যান্য প্রতিষ্ঠানে স্টিলের আলমারি সহ অসহায় ও দুঃস্থদের মাঝে ১১টি নলকূপ (টিউবওয়েল) সেট বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন প্রমুখ।

Side banner