রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) আওতাধীন ৬ থানার ওসিদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়। মঙ্গলবার আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এক আদেশে ৬ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে নতুন ছয় জনকে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী।
দায়িত্বপ্রাপ্ত নতুন ওসিরা হলেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় আতাউর রহমান, হাজিরহাট থানায় আব্দুল আল মামুন শাহ, হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় শাহ আলম সরদার ও পরশুরাম থানায় শাহজাহান আলী। তারা রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বতীকালীন সরকার গঠন পরবর্তী রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে নতুন কমিশনার হিসেবে যোগদান করেন মো. মজিদ আলী।
আপনার মতামত লিখুন :